বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ০৩:২৪:৪৫ এএম
শেয়ার করুন:

সোমবার ঘুম থেকে উঠেই আঁতকে ওঠেন কাজল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তার ‘মৃত্যুর খবর’। একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়, ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অভিনেত্রী।
মুহূর্তেই সেই খবর ছড়িয়ে পড়ে অনুরাগীদের মধ্যে। বিভ্রান্তি ও দিশাহারা হয়ে পড়েন কাজল ভক্তরা। তবে খুব বেশি দেরি না করে নিজেই বিষয়টি পরিষ্কার করেন অভিনেত্রী। একেবারে সরাসরি জানিয়ে দেন, তিনি সুস্থ আছেন।
এক্স এবং ইনস্টাগ্রাম স্টোরিতে কাজল লেখেন— “আমাকে নিয়ে যে খবর রটছে, তা একেবারেই ভিত্তিহীন। দুর্ঘটনায় আমি মারা গেছে, এসব পড়ে সত্যি হাসি পাচ্ছে। ভগবানের কৃপায় আমি একেবারে ভালো আছি। সকলে দয়া করে এ ধরনের মিথ্যা খবর বিশ্বাস করবেন না, ছড়াবেনও না। বরং ইতিবাচকতা আর সত্যি বিষয় নিয়েই শক্তি খরচ করুন।”
তার মৃত্যুর খবর নিয়ে গণমাধ্যম যোগাযোগ করলে প্রথমে হেসে উড়িয়ে দেন কাজল। অভিনেত্রী জানান, তিনি ব্যস্ত আছেন, পরে কথা বলবেন। তবে সোশ্যাল মিডিয়ায় তার স্পষ্ট বার্তার পরই স্বস্তি ফিরে আসে ভক্তদের মনে।