বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ০৩:২৫:২৯ এএম
শেয়ার করুন:

ট্রেলার প্রকাশের পর থেকেই ‘কিংডম’ ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়। এই উত্তেজনার প্রতিফলন মিলেছে টিকিট বিক্রিতেও। মুক্তির মাত্র ২৪ ঘণ্টা আগে, ছবিটির অগ্রিম বুকিং-এ বিক্রি হয়েছে ৩০ হাজারেরও বেশি টিকিট—যা সাম্প্রতিক দক্ষিণী ছবিগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য রেকর্ড।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দেশের প্রায় সব বড় বুকিং প্ল্যাটফর্মে ‘কিংডম’ উঠে এসেছে ট্রেন্ডিং তালিকার শীর্ষে। যদিও বিজয় দেবেরাকোন্ডার আগের কিছু ছবি বক্স অফিসে প্রত্যাশা অনুযায়ী সাড়া ফেলতে পারেনি, তবে ‘কিংডম’ দিয়ে তার একটি জোরালো প্রত্যাবর্তনের ইঙ্গিত স্পষ্ট।
শুধু ভারতে নয়, আন্তর্জাতিক অগ্রিম বুকিংয়েও ছবিটি ভালো সাড়া পাচ্ছে। বিশ্বজুড়ে দর্শকদের এমন আগ্রহ দেখে নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন, ৩০ জুলাই একাধিক প্রেক্ষাগৃহে একটি বিশেষ প্রিমিয়ার শো আয়োজনের।
‘কিংডম’ মূলত একটি গ্যাংস্টার-ড্রামা, যেখানে দুই ভাইয়ের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা ও ভালোবাসার টানাপড়েন তুলে ধরা হয়েছে। ছবিটির অ্যাকশন দৃশ্য, আবেগঘন সংলাপ ও আবহ সংগীত ইতোমধ্যেই দর্শকদের কৌতূহল বাড়িয়ে তুলেছে।
ছবিটি পরিচালনা করেছেন গৌতম তিন্নানুড়ি এবং প্রযোজনা করেছে জনপ্রিয় ব্যানার সিতারা এন্টারটেইনমেন্টস। সব মিলিয়ে, ‘কিংডম’ যে দক্ষিণী ইন্ডাস্ট্রির এই বছরের অন্যতম আলোচিত রিলিজ হতে চলেছে, তা নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই।