বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ০৩:২২:৫৯ এএম
শেয়ার করুন:

নায়িকার নাম নিয়ে এতদিন ছিল ধোঁয়াশা। অবশেষে জানা গেছে, সিয়ামের বিপরীতে প্রথমবার বড়পর্দায় অভিনয় করতে যাচ্ছেন নাজিফা তুষি। ‘আইসক্রিম’ ও ‘হাওয়া’ সিনেমায় দর্শকের প্রশংসা পাওয়া তুষি ইতোমধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে ‘ডার্ক সাইড অব ঢাকা’, ‘নেটওয়ার্কের বাইরে’ ও ‘সিন্ডিকেট’-এ অভিনয় করে আলোচনায় এসেছেন।
তবে এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি তুষি। তিনি জানান, “শিল্পী চাইলে সব কিছু বলা যায় না, কিছু নিয়ম মেনে চলতে হয়। আপাতত কিছু বলবো না—যা বলার টিম বা পরিচালক বলবেন।”
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সাইদুস সালেহীন সুমন (বেজবাবা সুমন, অর্থহীন ব্যান্ড), শাকিব চৌধুরী ও আদনান আদিব খান। আগামী মাসে শুটিং শুরু হবে বলে জানা গেছে। নির্মাতাদের পরিকল্পনা, দুই ঈদের বাইরেই সিনেমাটি মুক্তি দেওয়া হবে।